মো.রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদনে ডাকাতি মামলার আসামি ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত আরিফুল ইসলাম (৩৫) যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পৌর শহরের জাহাঙ্গীরপুর সেন্টার চৌরাস্তা মোড়ে মদন-চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম মদন সদর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার ২০১৩ সালের একটি ডাকাতি মামলার আসামি আরিফের বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারি করে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী হাওলাপুরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করে যৌথবাহিনী।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ্ বলেন, “২০১৩ সালের গাইবান্ধা জেলার ডাকাতি মামলার আসামি আরিফকে যৌথবাহিনী অভিযান চালিয়ে আটক করেছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।”
উল্লেখ্য, আরিফুল ইসলাম ২০১৫ সালে নেত্রকোনা সদর থানায় ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন। ওই মামলায় (মামলা নং ২৮(১১)১৫) আদালত ২০২৩ সালে তাকে ৮ বছরের স্বশ্রম কারাদণ্ড দেন। এছাড়া চট্টগ্রামসহ দেশের বিভিন্ন থানায় অর্ধডজনেরও বেশি মামলা রয়েছে, যেগুলো বর্তমানে বিচারাধীন।