দুর্ঘটনা

শ্রীপুরে গজারী বনের ভেতর ডোবায় ভাসছিল যুবকের লাশ

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৩০:২৮ প্রিন্ট সংস্করণ

মোঃ মিন্টু বিশেষ প্রতিনিধি গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভার পূর্ব মাধখলা খাসপাড়া গ্রামের গজারী বনের ভেতরে ডোবা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই স্থান থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এরআগে, সকালের দিকে স্থানীয় কয়েকজন শিশু পাতা কুড়াতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়।

লাশের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। পরে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩৮ বছর বলে ধারণা করছে পুলিশ। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ঘি কালারের শার্ট। উদ্ধারের সময় পঁচা গন্ধ ছড়িয়ে পড়ছিল বলে জানিয়েছেন উৎসুক জনতা।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে,’ ২-৩ দিন ধরে লাশটি ওখানে পড়েছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক কে বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত

Author

আরও খবর

Sponsered content