মো. মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার রাত ৯ টায় দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়াম হলে "পেশাজীবী ফুটবল টিম দিনাজপুর" এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরে "পেশাজীবী ফুটবল টিম দিনাজপুর" এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে পেশাজীবী ফুটবল টিমের সভাপতি এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ দ্বিজেন চন্দ্র বর্মন -এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, দিনাজপুর জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, ডিস্ট্রিক্ট একাউন্ট এন্ড ফিল্যান্স অফিসার (উপ হিসাব মহা নিয়ন্ত্রক) মোঃ আব্দুস সালাম মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমান, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা'র এডহক কমিটির সদস্য রেহাতুল ইসলাম খোকা, পেশাজীবী ফুটবল টিমের দিনাজপুরের সাধারণ সম্পাদক মেনহাজুল ইসলাম। আলোচনা সভা শেষে দিনাজপুর পেশাজীবী ফুটবল টিমের সদস্যদের খেলার জন্য উপহারস্বরূপ ফুটবল প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠিত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পেশাজীবী ফুটবল টিম দিনাজপুরের সদস্য মোঃ কাজী আব্দুল ফারুক ও মোঃ মোখলেসুর রহমান। এই অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন পেশাজীবী ফুটবল টিমের সহ-সভাপতি মোঃ ওবায়দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য আহমেদ নাহিন কবীর প্রমুখ।