কনফারেন্স

বাগেরহাট পর্যটন ফোরামের নতুন কমিটি গঠন, সভাপতি বনি ও সম্পাদক শাওন

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৫ , ৬:০০:৫২ প্রিন্ট সংস্করণ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার পর্যটন শিল্পকে এগিয়ে নিতে নতুন নেতৃত্ব পেল পর্যটন উদ্যোক্তাদের সংগঠন বাগেরহাট পর্যটন ফোরাম।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সুন্দরবন ট্যুরিস্ট ক্লাবের শেখ মো. আবদুল্লাহ বনি এবং সাধারণ সম্পাদক হয়েছেন পথিক ট্রাভেলসের জাকারিয়া হোসাইন শাওন।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন টপকন ওভারসীজের খন্দকার আকমল উদ্দিন সাখি, হ্যারিটেজ ট্যুরিজমের সেখ সাকির হোসেন ও খানজাহানিয়া গণবিদ্যালয় পিকনিক কর্ণারের কে. এম. কামরুজ্জামান টুকু। যুগ্ম সম্পাদক হয়েছেন রায়েন্দা ইকো ট্যুরিজমের এড. আব্দুল্লাহ আল আমিন সুমন ও বাদাবন ইকো কটেজের লিটন জোমাদ্দার। ট্রেজারার হয়েছেন ট্রাভেলার বন্ধুর মেহেদী হাসান।

নির্বাহী সদস্য পদে দায়িত্ব পেয়েছেন সুন্দরবন রিসোর্টের ডা. মো. মোশাররফ হোসেন, ম্যানগ্রোভ ট্যুরিজমের তকদীর আবিদ পনি, প্রত্ন পর্যটন গবেষক সুব্রত কুমার মুখার্জি, আলাপন ট্যুর ম্যানেজমেন্টের শেখ আল আমিন, ইসেন্ট ট্যুরিজমের নওরোজ আজীম খান প্রিন্স, নারী পর্যটক সুমনা হক বৃষ্টি এবং ট্যুরিস্ট গাইড কানিজ ফাতেমা ঐশী।

ফোরামের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এন ট্রাভেলসের এম এ সালাম ও এভারগ্রিন রিসোর্ট অ্যান্ড বার্ড পার্ক লিমিটেডের মো. ফজলুল করিম।

সভায় নতুন নেতৃত্ব আগামী ২৭ সেপ্টেম্বর বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপনের সিদ্ধান্ত নেয়।

Author

আরও খবর

Sponsered content