আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় চাঁদা দাবি ও হামলার অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে যুবদলের একাংশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার রাতে উপজেলা যুবদল নেতা মাহমুদুর রহমান মাহমুদের কাছে ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ শান্ত দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শান্তর নেতৃত্বে ১০–১৫ জনের একটি দল হামলা চালিয়ে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে মাহমুদ গুরুতর আহত হন। এ ঘটনায় তিনি ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রতিবাদ সমাবেশে জেলা যুবদলের সহ–সাধারণ সম্পাদক আব্দুর রউফ রুদ্র, সদস্য সাইফুল ইসলাম মানিক, মনির খান এডওয়ার্ডসহ স্থানীয় যুবদল নেতারা বক্তব্য রাখেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভুক্তভোগী যুবদল কর্মী মাহমুদ অভিযোগ করে বলেন, “পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর আগেও শান্ত আরেক যুবদল কর্মীকে মারধর করেছিল, বিচার না হওয়ায় সে আরও বেপরোয়া হয়েছে।”
অভিযোগ অস্বীকার করে ছাত্রদল সভাপতি তানভীর আহমেদ শান্ত বলেন, স্থানীয় বিএনপি দুই গ্রুপে বিভক্ত। তিনি বর্তমান আহ্বায়ক মোর্শেদ আলমের সমর্থক, আর মাহমুদ বহিষ্কৃত সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর অনুসারী। গ্রুপিং রাজনীতির কারণে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, “আমরা তানভীর আহমেদ শান্তকে শোকজ করেছি এবং তার কাছে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছি।”
ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।