মো: সাইফুল ইসলাম, সিলেট বিভাগীয় প্রধানঃ শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২:৩০ মিনিটে সিলেট নগরীর চৌহাট্টাস্থ ক্রিসেন্ট ক্যাফেতে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো সংগঠনের সাংগঠনিক সভা, নতুন কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাফিজ মাওলানা ছালিম আহমদ খান।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক হাফিজ তায়্যিব হাসান রুতবা। এরপর পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের শিক্ষা ও গবেষণা সম্পাদক মোফাজ্জল আহমদ নোমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জনাব গুলজার আহমদ, সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট অভিনেতা জনাব প্রশান্ত লিটন, সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবক জনাব মোয়াজ্জেম বখত জেম, সংগঠনের উপদেষ্টা ও সিলেট রেড ক্রিসেন্টের এডহক কমিটির সদস্য ফয়সল আহমদ, সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক আলী হায়দার মিদুল, সমাজসেবক মুহিবুর রহমান শুয়েব।
এছাড়াও সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক হাফিজ আবিদ হুসেন খান, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মুহাইমিন মুসা, সাংগঠনিক সম্পাদক মুয়াজ্জিন আহমদ চৌধুরী, যোগাযোগ সম্পাদক লোকমান আহমদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরাফাত রহমান চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সামিহা আক্তার তাহসিন, যুব মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া বাহার শিমু, সহ-যোগাযোগ সম্পাদক আহসানুল হক রাতুল, সহ-অফিস সম্পাদক সাইয়ান আহমদ নিয়াজ, সহ-প্রচার সম্পাদক হাম্মাদ বিন আনিস সরকার, কার্যকরী সদস্য রেজা ই রাব্বি,সদস্য নাহিদ,প্রত্যয় প্রমুখ।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন উপদেষ্টামণ্ডলী ও দায়িত্বশীলবৃন্দ। এছাড়াও সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সদস্যদের সংবর্ধনা প্রদান এবং সংগঠনের দায়িত্বশীলদের মধ্য থেকে সক্রিয় সদস্যদের সম্মাননা এওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানের বক্তারা বলেন, হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিগত ছয় বছর ধরে সামাজিক উন্নয়ন, শিক্ষাবিস্তার ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একটি সংগঠনের টেকসই অগ্রগতির জন্য প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা, দায়িত্ববোধ ও আন্তরিকতা।
তারা আরও বলেন, “সংগঠনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আমাদের মধ্যে ঐক্য, নিষ্ঠা ও স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আমরা কেউ একা নই—আমরা একটি পরিবার। সংগঠনের প্রতিটি সদস্যই আমাদের শক্তি, আমাদের সম্পদ। এই শক্তিকে সমন্বিত করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই।”
বক্তারা সকলকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে ফাউন্ডেশনকে আরও গতিশীল ও কার্যকর একটি সমাজকল্যাণমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।