মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া ধলাই নদী দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরাট হয়ে পড়ে। প্রায় সাড়ে তিন কিলোমিটার নদীপথে নৌযান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এ অবস্থায় জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের উদ্যোগে নদী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদারের সার্বিক তত্ত্বাবধানে ও বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। এছাড়াও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমির ডা. আবুল হোসেন তালুকদার, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা তাহের কাসেমী, ইমাম উলামা পরিষদের হাফেজ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সকল দলের স্বেচ্ছাসেবক দল একযোগে অংশ নেয়।
পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন,
“আমরা উদ্যোগ নিয়েছি, আর সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের স্বেচ্ছাসেবক টিম দিয়ে আমাদের সহযোগিতা করছেন।”
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন,
“এই উদ্যোগে বিনিয়োগ ছাড়াই সবাই স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। আশা করি, নদী পরিষ্কারের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”