সারাদেশ

দিনাজপুরে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৪৫:০৬ প্রিন্ট সংস্করণ

মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২৫ উদযাপন উপলক্ষে দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ সেপ্টেম্বর সোমবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব ও সূচনা বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা।

সভায় দিনাজপুর সদর উপজেলায় সকল পূজা মন্ডপে হিন্দু ধর্মাবলম্বী মানুষ যেন নির্বিঘ্নে তাদের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন এবং উপজেলা নিরাপত্তা আইনশৃঙ্খল পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এসব বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুজ্জামান, দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক,জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আখতারুজ্জামান আক্তার, সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আব্দুর রউফ, ,জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট মোঃ মাইনুল আলম, শহর জামাতে ইসলামীর আমির সিরাজুস সালেহীন,
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার আহবায়ক উত্তম কুমার রায়, এনপিপির মুখ্য সমন্বয়ক ফয়সাল করিম শোয়েব, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন, রঞ্জিত কুমার সিংহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতা অশোক দাস, বলাই বসাক, জয়নাথ, সদর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক বাবুল চন্দ্র রায় প্রমুখ।

শেষে সদর ও পৌরসভার ১৬৯টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট শারদীয় দুর্গাপুজা উপলক্ষে জিআর (চাউল) এর বরাদ্দ পত্র তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় সদর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফেরদৌস আলমসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট দিনাজপুর জেলা, পৌর ও সদর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

Sponsered content