সারাদেশ

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৪২:২১ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের শালবাড়ি ডিবিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে সকলের অগোচরে অজ্ঞাত চোরেরা বিদ্যালয়ের অফিস এবং শ্রেণিকক্ষের তালা ভেঙে ইন্টারনেট রাউটার চুরি করে নিয়ে যায়।

জানা গেছে, রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এক সহকারী শিক্ষক স্কুলে এসে অফিস কক্ষের তালা খুলতে গিয়ে দরজা খোলা দেখতে পান। কক্ষের ভিতরে ঢুকে তিনি দেখেন ইন্টারনেট রাউটারটি চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার ও শনিবার স্কুল বন্ধ থাকায় চোরেরা এ সুযোগ নিয়েছে। এলাকাতে মাদক কারবারি ও সেবনকারীদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় এসব চুরির ঘটনা ঘটছে বলে এলাকাবাসী মনে করছেন। এনিয়ে তাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস বানু জানান, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। ঘটনাটি ইতোমধ্যেই আমাদের দপ্তরে জানানো হয়েছে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘চুরির ঘটনায় প্রধান শিক্ষক থানায় ১টি জিডি করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা জানায় এই বিদ্যালয়ে এর আগে ১২টি সিলিং ফ্যান চুরি হয়েছে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত আজও এর প্রতিকার পাওয়া যায়নি।

Author

আরও খবর

Sponsered content