সভা

কুমিল্লা দক্ষিণ জেলা সম্মেলন সফল করতে লালমাইয়ে উঠান বৈঠক

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ৫:১৬:২০ প্রিন্ট সংস্করণ

মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার,কুমিল্লা :   কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আসন্ন সম্মেলন সফল করার লক্ষ্যে লালমাই উপজেলা ১ নং বাগমারা উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চেঙ্গাহাঁটার সরদারপাড়ায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনির হোসেন ডালিম। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল হক জহির, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য তাজুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, সরদারপাড়া একটি অবহেলিত জনপদ যেখানে প্রায় ২০০ পরিবারের ৮০০ জনেরও বেশি মানুষ বসবাস করলেও এ জনপদ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন।

 

নেতৃবৃন্দ দেশনেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সরদারপাড়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা বাস্তবায়নের আশ্বাস দেন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে ঘোষণা দেন।

 

বৈঠকে বক্তারা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আসন্ন সম্মেলনকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

Author

আরও খবর

Sponsered content