প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৩১:০৪ প্রিন্ট সংস্করণ
নইমুল ইসলাম নায়ুম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মিস্ত্রীপাড়া গ্রামে এক ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা গোরস্থান থেকে ৮ থেকে ১০টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই দুনিয়ায় শান্তি নেই, এখন মরে গিয়েও শান্তি নেই। কবর পর্যন্ত নিরাপদ নয়—এ যেন এক নতুন ইতিহাস কঙ্কাল চুরির।”
এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত, সামাজিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন এবং আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।
এলাকাবাসীর দাবি— দ্রুত তদন্ত, কবরস্থানে নিরাপত্তা জোরদার, কঙ্কাল চোরদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ঘটনাটি নিয়ে তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।