প্রতিবাদ, বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে জামায়াতে ইসলামির ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২১:৪২ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টু :  ২৬ (সেপ্টেম্বর) শুক্রবার বিকালে জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় হাই স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক, জুলাই চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা চৌরাস্তা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়, ব্যানার, স্লোগানে সজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

 

এসময় বন্দর চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-জেলা জামায়াতের সেক্রেটারী আলমগীর হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মতিউর রহমান, জেলা যুব বিভাগের সভাপতি শাহ জালাল জুয়েল, ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাষ্টার, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম , উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটরী মাওলানা রজব আলী।

 

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কেন্দ্র ঘোষিত ৫দফা দাবিতে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় উপস্থিত ছিলেন-, উপজেলা সহকারি সেক্রেটারী মিন্নাতুল্লাহ পাঠান, যুব বিভাগ সভাপতি মোকাররম হোসাইন,পৌর আমির আব্দুল মাতিন বিশ্বাস, জেলা শিবির সভাপতি সাদিকুল ইসলাম মুন্না সহ নেতৃবৃন্দ।

 

পরে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা অভিযোগ করেন, পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর কখনও মেনে নেবে না।

 

দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেনো কোন দল বা গোষ্ঠী ফ্যাসিস্টরূপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে। ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

Author

আরও খবর

Sponsered content