প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২৩:৫০ প্রিন্ট সংস্করণ
মো. মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে সংখ্যানু পাতিক পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার, বিশেষ ট্রাইব্যুনালে ভারতের তাবেদার ফ্যাসিবাদের দোসর জাতীয় পাটিসহ ১৪দলের বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবীতে গাজীপুরের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এর নেতৃত্বে কালীগঞ্জ বাজার গুদারাঘাট হতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বর্নাঢ্য বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা আবু হানিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ।
এ সময় বক্তারা বলেন’ ২৪ গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহিদ ও আহত হলেও আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া, পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। গণহত্যার বিচার সহ ফ্যাসিবাদের দোসর জাতীয় পাটিসহ ১৪দলের বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানান ইসলামী আন্দোলনের নেতারা।
এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা ও সহযোগী সংগঠন সমূহ, দ্বীন কায়েম সংগঠন (বা.মু.ক), জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের শত শত নেতাকর্মীরা অংশ নেন। পরিশেষে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।