প্রতিবাদ, বিক্ষোভ

৫ দফা দাবিতে বারহাট্টায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ 

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২৮:৩২ প্রিন্ট সংস্করণ

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নেত্রকোনার বারহাট্টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শহরের কোর্ট বিল্ডিং এলাকার মডেল মসজিদের সামনে থেকে  একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী বারহাট্টা উপজেলা শাখা।

 

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর বাজারের  একেখান মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়।  মিছিলে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা সভাপতি জনাব মো নাজমুল হক, জামায়াত কর্তৃক মনোনীত বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এডভোকেট মুজিবুর রহমান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল বাছির খান, নেত্রকোনা জেলা তারবিয়ত সেক্রেটারি অধ্যাপক জনাব বদরুল আমিন, নেত্রকোনা জেলা প্রচার ও মিডিয়া বিষয়ক সেক্রেটারি জনাব মো:জহিরুল ইসলাম, ৭ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীলগন।

 

 

৫ দফার দাবীগুলো হল

 

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

 

২. আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

 

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

 

৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

 

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Author

আরও খবর

Sponsered content