আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ সিপিএসসি র্যাব-১৪ এর অভিযানে অপহরণ করতঃ ধর্ষণ মামলার এক ভিকটিমকে উদ্ধার এবং মূল অভিযুক্ত ভবেন চন্দ্র দাস (২০) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০১ অক্টোবর ২০২৫) রাতে নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায় র্যাব-১১ এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম (১৪) গত ১১ আগস্ট ২০২৫ সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে এজাহারভুক্ত অভিযুক্তরা জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে আটক রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ভালুকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ (সংশোধনী ২০১৮) এর ৯(১)/৭/৩০ ধারায় মামলা (নং-৩৫, তারিখ-১৯ আগস্ট ২০২৫) রুজু করা হয়।
মামলা রুজুর পর থেকেই র্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর আভিযানিক দল ভিকটিম ও আসামির অবস্থান নিশ্চিত হয় এবং র্যাব-১১ এর সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারপূর্বক অভিযুক্ত ভবেন চন্দ্র দাসকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে ভিকটিমকে নিরাপদ হেফাজতে দেওয়া হয়েছে।