সারাদেশ

গফরগাঁওয়ে বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৫ , ১০:০৫:০৭ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় ছাত্র কাফেলার উদ্যোগে বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা–২০২৫ এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ অক্টোবর ২০২৫) বাদ মাগরিব থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (২ অক্টোবর) বাদ যোহর পর্যন্ত মাদ্রাসার প্রাঙ্গণে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা’র সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ৭টি বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পুরো অনুষ্ঠানটি স্পন্সর করছে “পিবাড়ীয়া গ্রুপ”।

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) দা.বা. জানান, আগামীকাল শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। একই দিনে অভিভাবক সম্মেলন ও বদরী কাফেলার পুনর্মিলনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ সময় বিচারকমণ্ডলী, শিক্ষকবৃন্দ, মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্য, সুধীজন এবং মুসল্লিরা উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন পর্ব উপভোগ করেন।

Author

আরও খবর

Sponsered content