সারাদেশ

ময়মনসিংহে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই কম্বল উদ্ধার, আটক ১

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৫ , ১০:০৬:৪৭ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ শহরের আরকে মিশন রোডের বদরের মোড়ে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় চোরাই কম্বলসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে কোতোয়ালি মডেল থানার ৩ নম্বর ফাঁড়ির টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে এস আর পার্সেল লিমিটেড অফিস থেকে ১০৮ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষাধিক টাকা।

কোতোয়ালি মডেল থানার ৩ নম্বর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আবুল হোসেনের নির্দেশনায় এসআই মোঃ সোহেল রানা নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ঘটনাস্থল থেকে মোহাম্মদ রাকিবুল ইসলাম শান্ত নামে একজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, এই চোরাচালানের সঙ্গে একটি সক্রিয় সিন্ডিকেট জড়িত থাকার আশঙ্কা রয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Author

আরও খবর

Sponsered content