আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডাকাতি ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক উজ্জ্বল হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) গভীর রাতে আঠারবাড়ি ইউনিয়নের শৈলাটি গ্রামের নিজ বাড়ির সামনের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত উজ্জ্বল হাসান ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। দীর্ঘদিন পলাতক থাকা এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডাকাতি ও প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এছাড়াও থানায় তার নামে আরও দুটি মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান। তিনি বলেন, “ডাকাতি ও প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি উজ্জ্বল হাসানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন কমিটির আহ্বায়ক। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রক্রিয়াও চলমান।”