প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৫ , ৯:১৫:২২ প্রিন্ট সংস্করণ
উখিয়া প্রতিনিধি: উখিয়া উপজেলার সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিক তানভীরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। অন্যায়ের বিরুদ্ধে কলম ধরায় তাকে নানাভাবে হয়রানি ও মানসিক চাপের মুখে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অন্যায়ের বিরুদ্ধে সত্য তুলে ধরার কারণে তানভীরের উপর চাপ সৃষ্টি ও হয়রানির ঘটনায় সাংবাদিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উখিয়া সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জয় এক বিবৃতিতে বলেন—
“এটা কোন ধরনের মানুষের কলম সৈনিকের সাথে কোন ধরনের ব্যবহার? আমরা এমন অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এর সঠিক সমাধান দাবি করছি।”
তিনি আরও বলেন, সত্য প্রকাশে নির্ভীক সাংবাদিকদের ভয় দেখিয়ে থামানো যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
স্থানীয় সাংবাদিক সমাজ, সচেতন মহল ও সাধারণ মানুষও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং অকুতোভয় কলম সৈনিক তানভীরের দ্রুত মুক্তি ও ন্যায়বিচার দাবি করেছেন।