অনুসন্ধান

ধোবাউড়ায় ১৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৫ , ৯:১১:১৫ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:   ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (৪ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ১২টার দিকে ধোবাউড়া থানার ঘোষগাঁও ইউনিয়নের পান্ডাপাড়া এলাকার ঈদগাহ মাঠের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এরশাদুল হক (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

 

ধোবাউড়া থানা পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে ধোবাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-০২, তাং-০৪/১০/২০২৫) রুজু করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Authors

আরও খবর

Sponsered content