উৎসব অনুৃষ্ঠান

কালীগঞ্জের গুণবাড়ীতে ঐতিহ্যবাহী শ্রীহরি পূজা

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ৭:১৮:২৯ প্রিন্ট সংস্করণ

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার :  ঋতুচক্রের আবর্তে গত মঙ্গলবার হতে দু’দিনব্যাপী কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ পৌরসভার ০৫ নং ওয়ার্ডের বালিগাঁও গ্রামে গুন বাড়িতে বংশপরম্পরায় ঐতিহ্যবাহী শ্রী হরি পূজা অনুষ্ঠিত হচ্ছে।

দূর দূরান্ত হতে বহু ভক্তের আগমনে পূজা অঙ্গন মুখরিত হয়ে ওঠে। পুরোহিত্যের বেদ বাণী উচ্চারণে সংকল্পে আরম্ভ হয়ে যজ্ঞাহুতি অন্তে দর্পন বিসর্জনের মধ্য দিয়ে শ্রী হরি পূজার সমাপ্তি ঘটবে। শ্রী হরি পূজার এই পূণ্য তিথিতে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের মঙ্গল কামনায়

উপস্থিত ভক্তগণ বিশেষ প্রার্থনা করেন।

গুণ পরিবারের কনিষ্ঠপুত্র মানস কুমার গুণ পরিবারের পক্ষ থেকে শ্রী হরি পূজা উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

তিনি বলেন আমরা একই মায়ের সন্তান। ভাবধারায় ভিন্নতা হলেও আমরা সবাই মানব জাতি। তাই বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে গড়ে উঠুক এক সুন্দর ভুবন এবং মানবতা বোধ জাগরিত হোক প্রতিটি প্রাণে এ কামনাই করি।

Author

আরও খবর

Sponsered content