অনুসন্ধান

কালীগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ৭:১৩:৪৬ প্রিন্ট সংস্করণ

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কালীগঞ্জ থানার তুমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর (মঙ্গলবার) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার একটি টিম তুমুলিয়া সাকিনস্থ জনৈক ওহিদ মোল্লার বাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় ওহিদ মোল্লা (৪৫) নামে একজনকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত ওহিদ মোল্লা মৃত শহিদ মোল্লার পুত্র এবং কালীগঞ্জ থানার তুমুলিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।

এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-১২, তারিখ: ০৯ অক্টোবর ২০২৫ খ্রি.)।

মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই (নিঃ) মোঃ রিগ্যান মোল্লা।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন,

“মাদকের বিরুদ্ধে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Author

আরও খবর

Sponsered content