অনুসন্ধান

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযান: মাদক সেবনকালে এক ব্যক্তি আটক ও মোবাইল কোর্টে দণ্ড

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ৭:১৭:১১ প্রিন্ট সংস্করণ

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি:  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে মাদক সেবনকালে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টে দণ্ড প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটে ৮অক্টোবর  বুধবার সকালে বারহাট্টা উপজেলার রামপুর দশাল গ্রামে।

 

আটককৃত ব্যক্তি হলেন—মোঃ বাবুল মিয়া (৫৫), পিতা মৃত জাফর আলী, সাং রামপুর দশাল, থানা বারহাট্টা, জেলা নেত্রকোনা।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোনা কর্তৃক পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাবিবুল আহসান। তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

 

দণ্ডপ্রাপ্ত আসামিকে পরবর্তীতে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলার বিভিন্ন স্থানে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Author

আরও খবর

Sponsered content