অনুসন্ধান

ভালুকায় আরিফ স্পিনিং মিলে শ্রমিকের মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ৭:১০:৩২ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় আরিফ স্পিনিং মিলে রবিউল ইসলাম (৪০) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় মিলের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবিউল নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মেঘশিমুল গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে।

 

মিলের ডেপুটি ম্যানেজার আরিফুল ইসলাম জানান, দীর্ঘ সময় রবিউলকে না দেখে সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক শ্রমিক জানান, টয়লেটের দরজা দীর্ঘক্ষণ ধরে বন্ধ রয়েছে। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে রবিউলকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর দ্রুত তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

নিহতের স্ত্রী নাজমা আক্তার ও ছেলে সাইম অভিযোগ করে বলেন, রবিউলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা।

 

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মালেক বলেন, “হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

Authors

আরও খবর

Sponsered content