রাজনীতি

সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ড. এম এ মুহিত

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ৭:১৫:০৫ প্রিন্ট সংস্করণ

মোঃ তারেক রহমান, সিরাজগঞ্জ প্রতিনিধি:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর উপজেলা ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ড. এম এ মুহিতকে মনোনয়ন দেওয়া হয়েছে।

 

তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডা. এম এ মতিনের পুত্র। ড.এম এ মুহিত একজন প্রখ্যাত শিক্ষাবিদ, চিকিৎসক ও সমাজসেবক, তিনি আন্তর্জাতিক ভাবে বুদ্ধিজীবী স্বীকৃত পেয়েছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, তিনি ইতোমধ্যে তারেক রহমানের কাছ থেকে ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছেন এবং নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন।

 

ড. মুহিত লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করে সেখানে দীর্ঘ ১০ বছর ফুলটাইম শিক্ষকতা করেন। দেশে ফিরে তিনি ‘সি এস এফ গেবাল’ নামের একটি আন্তর্জাতিক এনজিও প্রতিষ্ঠা করেন এবং এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

এই সংগঠনের মাধ্যমে তিনি হাজার হাজার প্রতিবন্ধিদের হুইল চেয়ার এবং চক্ষু হাসপাতালের মাধ্যমে শাহজাদপুরসহ আশেপাশের এলাকায় ১০ হাজারেরও বেশি দরিদ্র মানুষের চোখের ছানি (Cataract) অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করেন, যা বহু মানুষকে নতুন করে আলো দেখতে সক্ষম করেছে।

 

তিনি দঃসময়ে একাদশ নির্বাচনে ধানের শীষে প্রতিক নিয়ে নির্বাচন করেন।

 

বিএনপি নেতাকর্মীরা বলছেন, তার মত শিক্ষিত, সমাজসেবায় নিবেদিত এবং ক্লিন ইমেজের প্রার্থী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হলে জনগণের আস্থা অর্জনে সক্ষম হবেন এবং বিপুল ভোটে বিজয়ী হবেন।

Author

আরও খবর

Sponsered content