প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৫ , ৮:৩৭:০৪ প্রিন্ট সংস্করণ
মঈনউদ্দিন, চট্টগ্রাম : বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মহাসমাবেশ প্রস্তুতি সমাবেশ আজ ঢাকা গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন… ইনসানিয়াতের রাজনীতি ও রাষ্ট্র সব মানুষের স্বার্থে, কোনো মানুষের বিরুদ্ধে নয়। রাজনৈতিক দল হতে হবে সব মানুষের কল্যাণে সব মানুষের ভালোবাসা সব মানুষের প্রতিনিধিত্বশীল সব ধর্মের মানবিক স্বার্থের রক্ষক জীবন বিধ্বংসী সকল অপশক্তির স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়তের কারাগার থেকে মুক্তির লক্ষ্যে । মিথ্যা- জুলুম- একক গোষ্ঠীর রাষ্ট্র জবরদখল- জীবনের রুদ্ধতা – স্বৈরদস্যুতা সকল অন্যায় অবিচার খুন সন্ত্রাস লুট উৎখাতের বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম একমাত্র মানবতার রাজনীতি। যেখানে মানবতার রাজনীতি নেই সেখানে সত্য ও জীবন এবং মানবতা ও মানবাধিকার মৃত এবং কেবল মিথ্যা ও জুলুম স্বৈরদস্যুতার একক আধিপত্য। মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের শান্তিময় অখন্ড দুনিয়া গড়ার একমাত্র রাজনীতি মানবতার রাজনীতি।
আল্লামা ইমাম হায়াত বলেন, খুনিদের দল ঘৃনাভরে বর্জন করুন, খুনিদের দলে থাকলে আপনিও খুনের অংশিদার এবং দয়াময় স্রষ্টা ও তাঁর মহান রাসুলের শত্রু। একক গোষ্ঠির স্বৈরতামুক্ত সর্বজনীন মানবিক রাষ্ট্র ও মানবতার মুক্ত বিশ্ব ব্যতীত সত্য ও জীবনের মুক্তি নেই। জীবন ও মানবতার বিরুদ্ধে কোন ধর্ম হয় না, ধর্মের ছদ্মনামে অধর্ম হয়। ঈমানদার হতে হলে ঈমানী জাতীয়তার ধারক হতে হবে। ঈমানদার হতে হলে বস্তুবাদী জাতীয়তাবাদ থেকে মুক্ত থাকতে হবে। মানুষ দাবি করতে হলেও বস্তুবাদি চেতনা ও বস্তুবাদি জাতীয়তাবাদ থেকে মুক্ত থেকে বস্তুবাদের উর্ধে মানবসত্তায় বিশ্বাস ও অখন্ড প্রাকৃতিক মানব জাতীয়তার ধারক হতে হবে। ভাষাগত পরিচয়, রাষ্ট্রীয় নাগরিকত্ব আর মূল আত্ম পরিচয় তথা জাতীয়তা এক বিষয় নয় সম্পূর্ণ ভিন্ন বিষয়। ঈমানীসত্তা ও বস্তুবাদি সত্তা বিপরীত সত্তা। মানবসত্তা ও বস্তুবাদি সত্তা বিপরীত সত্তা। ভাষাগত জাতীয়তাবাদ, গোত্রগত জাতীয়তাবাদ, রাষ্ট্রগত জাতীয়তাবাদ সবই বস্তুবাদি জাতীয়তাবাদের এক একটি শাখা যা জীবন সত্যের বিপরীত। জীবনের সত্য এই যে, জীবন বস্তুর উর্ধে গন্ডীর উর্ধে একমাত্র জীবনের দয়াময় স্রষ্টার নামে ও স্রষ্টার আলো মহান রেসালাতের আলোকে হতে হবে, নাহয় জীবন নাস্তিক্যউদ্ভূত বস্তুবাদের আঁধারে মিথ্যার অংশ হয়ে যাবে।
মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্রই বাঁচার পথ-গোষ্ঠীবাদি রাজনীতি ও গোষ্ঠীবাদি রাষ্ট্র ধ্বংসের পথ। একক ধর্মের নামে ও একক জাতিবাদি রাজনীতি ধর্ম ধ্বংসাত্মক ও রাষ্ট্র ধ্বংসাত্মক। একক ধর্মের নামে ও একক জাতিবাদি রাষ্ট্র ধর্ম জবরদখল ও রাষ্ট্র জবরদখল। মানবজীবনের সকল দুর্দশা-সংকট-খুন-জুলুমের মূলে একক গোষ্ঠীবাদি রাজনীতি ও রাষ্ট্র। অরাজনৈতিক হয়ে বা মানবতাবিরুদ্ধ রাজনীতি করে ঈমানদার বা মানুষ দাবি মিথ্যা। ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক জঙ্গিবাদি সাম্প্রদায়িক হিংস্র রাজনীতি ও মানবতাবিধংসী বস্তুবাদি জাতিবাদি পাশবিক বিষাক্ত রাজনীতির ধ্বংসাত্মক জবরদখল থেকে -সব মানুষের জীবন বাঁচাতে,সব মানুষের ধর্ম বাঁচাতে, দেশ-রাষ্ট্র-গণতন্ত্র বাঁচাতে, জীবনের স্বাধীনতা ও জীবিকা বাঁচাতে একমাত্র উপায়- সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি ও সব মানুষের নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা-মযার্দা ভিত্তিক মানবতার রাষ্ট্র গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে -#ইনসানিয়াত_বিপ্লব (#Humanity_revolution)
– আল্লামা ইমাম হায়াত
চেয়ারম্যানঃ ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ (Humanity Revolution, Bangladesh)