দুর্ঘটনা

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ১২:২২:৪৬ প্রিন্ট সংস্করণ

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি:   নেত্রকোণা সদর উপজেলার ১০নং রৌহা ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি, ‘দুর্দিনের কান্ডারী’ খ্যাত জনাব অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

 

পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখা। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।

 

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক দুর্গত মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন,

 

> “প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু এই কঠিন সময়ে আমরা আপনাদের পাশে আছি। নেত্রকোণা জেলা বিএনপি আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।”

 

 

 

তিনি ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন যে তাদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য দলের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি প্রতিকূল সময়ে সাহস যোগানো এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

 

ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকায় জেলা বিএনপির সভাপতির এই পরিদর্শন ও সহযোগিতার আশ্বাস স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

Author

আরও খবর

Sponsered content