প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ১২:১২:০৮ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টু : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৫ নং সৈয়দপুর ইউনিয়নে অনুষ্ঠিত গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষায় ঘুষের বিনিময়ে চাকরি দেওয়ার ভয়াবহ অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও পরীক্ষায় অংশগ্রহণকারী একাধিক প্রার্থী জানান, এই নিয়োগে মেধা নয়, টাকা-ই ছিল প্রধান যোগ্যতা।
আজ শনিবার অনুষ্ঠিত উক্ত পরীক্ষায় মোট ৬ জন প্রার্থী থাকলেও ৫ জন অংশগ্রহণ করেন। কিন্তু পরীক্ষার আগেই এলাকায় গুঞ্জন শুরু হয়—নিয়োগের ফল নির্ধারিত হয়ে গেছে, কারণ প্রার্থীদের মধ্যেই কিছুজন নাকি সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে ৫ লক্ষ টাকার বেশি ঘুষ পৌঁছে দিয়েছেন।
বিশেষ সূত্রে জানা যায়, রাকিব হোসেন নামে এক প্রার্থী ৫ লক্ষ টাকা ঘুষ প্রদান করে এই চাকরি নিশ্চিত করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, বৃহস্পতিবার রাতেই স্থানীয় থানার কিছু প্রভাবশালী ব্যক্তির উপস্থিতিতে গোপনে টাকা লেনদেনের বিষয়টি “সেটেলমেন্ট” হয়।
স্থানীয় জনগণের ক্ষোভ এখন চরমে। তারা বলছেন—
যেখানে ঘুষই যোগ্যতার মাপকাঠি, সেখানে মেধাবীরা কি করে টিকে থাকবে? গ্রামপুলিশের মতো একটি নিচু স্তরের চাকরিতেও যদি লাখ লাখ টাকা ঘুষ দিতে হয়, তাহলে সাধারণ তরুণদের ভবিষ্যৎ কোথায়?”
এমন ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হয়ে উঠেছে যে, দেশে মেধা নয়, টাকা-ই এখন নিয়োগের প্রধান মানদণ্ডে পরিণত হয়েছে। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামাঞ্চলের শিক্ষিত ও বেকার তরুণরা।
তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও থানার দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য দেননি। স্থানীয়রা দাবি করেছেন, অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হোক।