প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ২:২৪:২৭ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় মদসহ তিন মাদককারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) রাত ১০টার দিকে ধোবাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে দেওলা ব্রিজ এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে ১৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
আটকরা হলেন— শেরপুর জেলার আতিকুর রহমান (২৭), আলমগীর (৩০) এবং মোহাম্মদ আলী (৩২) দূর্গাপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ও হালুয়াঘাট সার্কেলের নির্দেশে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ওসি আল-মামুন সরকার বলেন, “মাদকবিরোধী অভিযানে ধোবাউড়া থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। মাদক চোরাচালান বন্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানায়।