মানববন্ধন / সম্মেলন

ময়মনসিংহে এনসিপি ও শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে স্থবির ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ১২:৩৭:৪৭ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আজও (রবিবার, ১২ অক্টোবর ২০২৫) বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

 

ভোর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী বাসের পাশাপাশি শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ আশপাশের পাঁচ জেলার বাস চলাচল বন্ধ রয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় কর্মজীবী মানুষ বিকল্প যানবাহনে ঢাকায় ফেরার চেষ্টা করছেন।

 

ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নির্দেশনায় ঢাকা-ময়মনসিংহ রুটের সব বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন।

 

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে একজন গেজেটভুক্ত জুলাইযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনসিপি নেতাকর্মী ও জুলাইযোদ্ধারা ওই ঘটনার প্রতিবাদে জেলার ইউনাইটেড বাস কাউন্টারে তালা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। জেলা প্রশাসক ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলোচনা করেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি।

 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাসকান্দা বাস টার্মিনালের ঢাকাগামী ইউনাইটেড কাউন্টারের সামনে ছাদর পেতে এনসিপি নেতাকর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। ব্যানারে দেখা যায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক ও জুলাই আন্দোলনের শহিদ রিদওয়ান হোসেন সাগরের ছবি। ব্যানারে দাবি জানানো হয়— শহিদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ময়মনসিংহের আত্মস্বীকৃত গডফাদার আমিনুল হক (শামীম)-এর মালিকানাধীন সব পরিবহন বন্ধ ও তার অনতিবিলম্বে গ্রেপ্তার।

 

এনসিপির অবস্থান ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টা কর্মসূচিতে উত্তেজনা বিরাজ করছে পুরো পরিবহন খাতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

Authors

আরও খবর

Sponsered content