প্রতিবাদ, বিক্ষোভ

ময়মনসিংহে জুলাইযোদ্ধা মারধরের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ১২:১৭:১১ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে গেজেটভুক্ত একজন জুলাইযোদ্ধা আবু রায়হানকে ইউনাইটেড পরিবহনের বাস থেকে নামিয়ে মারধরের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে নগরী। এ ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধীরা শুক্রবার (১০ অক্টোবর) রাত থেকে নগরীর মাসকান্দা ইউনাইটেড বাসস্ট্যান্ডের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।

 

এরই ধারাবাহিকতায় শনিবার (১১ অক্টোবর) দুপুর থেকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে। এতে ওই রুটে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

 

জানা যায়, বৈষম্যবিরোধীদের অবস্থান কর্মসূচির প্রতিবাদে নগরের ঢাকা-ময়মনসিংহ রুটে শ্রমিকরা ঢাকাগামী সব যান চলাচল বন্ধ করে দেয়। দুপুর ১২টার পর থেকে বাস চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ সুপার, জেলা প্রশাসক ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

বৈষম্যবিরোধী নেতারা অভিযোগ করেন, পরিবহনের মাফিয়া ডন ও জুলাই অভ্যুত্থানের শহীদ সাগর হত্যা মামলার আসামি আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের শ্রমিকরা এই হামলার সঙ্গে জড়িত। তারা বলেন, “ফ্যাসিস্ট সরকারের দোসর আমিনুল হক শামীমের সব বাস চলাচল বন্ধ ও তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।”

 

তাদের দাবি, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে আমিনুল হক শামীমের মালিকানাধীন ১৬টি বাস চলাচল করছে—এসব বাস স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা সদস্য সচিব আলী হোসেন বলেন, “গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হান শুক্রবার বিকেলে ঢাকাগামী ইউনাইটেড বাসে উঠলে শ্রমিকরা তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে কটূক্তি ও পরে মারধর করে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

 

পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

Authors

আরও খবর

Sponsered content