মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে (বিএলডিপি) বাংলাদেশ লিবারের ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কার্যক্রমের বিরুদ্ধে বেআইনী ও ঔদ্বত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর
উদ্যোগে রোববার (১২ অক্টোবর) বিকেলে রামগঞ্জ শহরস্থ মোহাম্মদীয়া সুইটস এন্ড রেস্টুরেন্ট এ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা জামাতের আমীর মো: নাজমুল হাসান পাটওয়ারীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো: এমরান হোসেন, বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর এডভোকেট হাসান বান্না, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল ইলিয়াস সহ প্রমখ।
বক্তরা বলেন শাহাদাত হোসেন সেলিম (১১ অক্টোবর) শনিবার রামগঞ্জ বিএনপির স্থানীয় একটি সভায় বলেন জামায়াতের মহিলা বিভাগের কার্যক্রম সম্পূর্ণ বেআইনী, অগণতান্ত্রিক, তারা ধর্মের লেবাস পরে মানুষকে বিভ্রান্ত করছে, তিনি আরও বলেন যাহারা ধর্মের দোহাই দিয়ে,বেহেশতের দোহাই দিয়ে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ভুল বুঝাচ্ছেন তাদেরকে প্রতিহত করুন যেখানে এ ধরনের কার্যক্রম করবে সেখানেই ১৪৪ দফা (ধারা) জারি করবেন । কেউ দাঁড়ি পাল্লার পক্ষে ভোট চাইলে সাথে সাথে তার জিহবা টেঁনে ছিড়ে ফেলবেন।
বক্তারা বলেন তাঁর উস্কানীমূলক বক্তব্য বাংলাদেশের আইন ও গণতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। আমরা তার এ ধরনের হীন, হিংসাত্মক, ও নীচ মন-মানসিকতার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং অনতিবিলম্বে এ ধরনের বক্তব্যের জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়া ও বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।