মানববন্ধন / সম্মেলন

রামগঞ্জে মা-মেয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ১২:৩২:২৭ প্রিন্ট সংস্করণ

মাসুদ রানা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ   লক্ষ্মীপুরের রামগঞ্জের মা ও মেয়েকে জবাই করে হত্যার নৃশংস ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনতা। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকেল ৫টায় তারুণ্যের আলো ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

রামগঞ্জ থানার সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সদস্য জামিল চৌধুরী তারুণ্যের আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ রিয়ার রহমান, সহ-সভাপতি সাইফুল ইসলাম সুজন, লক্ষ্মীপুর জেলা ছাত্রদল রামগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোবারক হোসেন, , রামগঞ্জ কলেজ শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক মেহেদী হাসান, , ছাত্রদল নেতা শামিম হোসেন, ছাত্রদল নেতা সজীব হোসেন পাটোয়ারী,

এছাড়াও সংগঠনের আরও অসংখ্য নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।

তারুণ্যের আলো ফাউন্ডেশনের মডারেটর ও ছাত্রনেতা মিলন হোসেন মানববন্ধনে বলেন,

“যারা হত্যাকাণ্ড ঘটায়, তারা শুধু নিরপরাধ মানুষকেই ক্ষতিগ্রস্ত করে না, তারা দেশের ঐক্য ও সমৃদ্ধির শিকড়ে আঘাত হানে। ক্ষমতা কখনো অপরাধকে আড়াল করতে পারে না — ন্যায় প্রতিষ্ঠার সামনে সবাই সমান। হত্যাকারী যতই শক্তিশালী হোক না কেন, ন্যায়বিচার বাধ্যতামূলক।”

তিনি আরও বলেন, “আমি ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের সেই ঐতিহাসিক বক্তব্য স্মরণ করতে চাই — ‘যারাই ক্ষমতায় যাক, সব হত্যা-নির্যাতনের বিচার করতে হবে। কারণ যদি অন্যায়ের সঠিক বিচার না হয়, তবে দেশে আবারও অন্যায় সংঘটিত হবে।’”

মিলন হোসেন বলেন, “তারেক রহমানের এই বক্তব্য আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠায়। আমরা বিশ্বাস করি, আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”

 

বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Author

আরও খবর

Sponsered content