জনপ্রিয় - নিউজ

১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ২:২২:১৯ প্রিন্ট সংস্করণ

তারেক রহমান ফয়সাল,  নিজস্ব প্রতিবেদক :  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একশ’ আসনে প্রাথমিক মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করতে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা ঘোষণা করা হবে।

 

একই দিন মনোনীত প্রার্থীদের নিয়ে সেখানে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

দলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্টির দুই ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই শেষে তারা একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে।

 

সম্প্রতি দলটির কার্যনির্বাহী কাউন্সিলের এক সভায় সে প্রতিবেদন পর্যালোচনার পর প্রথম পর্যায়ে ১০০টি আসনে প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

 

এর আগে আগ্রহী প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দল থেকে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এই প্রাথমিক তালিকা প্রকাশ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় পর্যায়ের যাচাই-বাছাই শেষ হলে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী ধাপের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

 

দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, প্রার্থী তালিকা চূড়ান্তকরণ এবং ১৬ অক্টোবরের সভাকে সফল করতে দলের সকল নেতাকর্মীর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

Author

আরও খবর

Sponsered content