প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ১:০৮:৩১ প্রিন্ট সংস্করণ
মোঃ ফজলুল কবির গামা, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকূপা থানার মোঃ ইলিয়াস মোল্লার বিরুদ্ধে শৈলকূপা থানার মামলা নং: ০৭ তাং: ১০/১১/২০১৭ এর বিচারিক কার্যক্রম শেষে তার বিরুদ্ধে আনীত অভিযোগ এবং সুনির্দিষ্ট ভাবে প্রমাণিত হওয়ায় গত ২৩/১০/২০২৩ খ্রি: বিজ্ঞ আদালত কর্তৃক তাকে ০৭ (সাত) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। কিন্তু উক্ত দন্ডিত আসামি সাজা এড়াতে দীর্ঘদিন যাবত পলাতক ছিল।
ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদের সরাসরি দিক নির্দেশনায় ও ওসি(ডিবি) এর তত্ত্বাবধানে
এসআই(নি:)/গোলাম মোর্শেদ-এর নেতৃত্বে
ঝিনাইদহ ডিবি পুলিশের একটি চৌকস টিম দণ্ডিত আসামির প্রতি তীক্ষ্ণ নজরদারী ও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়। গতকাল ১১/১০/২০২৫ তাং রাতে উক্ত গোপন সংবাদের ভিত্তিতে দ্রুততম সময়ে অভিযান চালিয়ে তাকে তার নিজ এলাকা শেখপাড়া, তমালতলা থেকে গ্রেফতার করেন। উক্ত দন্ডিত আসামী প্রথমে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করে, পরবর্তীতে অভিযান টিমের ইনচার্জ এসআই/গোলাম মোর্শেদের জিজ্ঞাসাবাদের কৌশলের জন্য সত্যিকারের পরিচয় প্রকাশ করতে বাধ্য হয়।
রায় ঘোষণার পর থেকেই গ্রেফতারকৃত পলাতক দণ্ডিত আসামি দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে ছিল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়ানোর জন্য ছদ্মবেশ ধারণ করে চলছিল।
জেলা গোয়েন্দা শাখার এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ ডিবি পুলিশের এই কর্মতৎপরতার প্রশংসা করেছেন। সাজাপ্রাপ্ত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার জন্য শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।