জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
আকিজ সিরামিকস লিমিটেডে বিভিন্ন পদে জনবল নিয়োগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুরে অবস্থিত দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আকিজ সিরামিকস লিমিটেড (স্যানিটারি ওয়্যার বিভাগ) সম্প্রতি বেশ কয়েকটি পদে বিপুল সংখ্যক লোকবল নিয়োগের ঘোষণা দিয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিচে পদ ও যোগ্যতার বিস্তারিত দেওয়া হলো—
পদের নাম ডিপার্টমেন্ট সংখ্যা যোগ্যতা
সহকারী অপারেটর কিলন ২০ জন কমপক্ষে পঞ্চম শ্রেণি পাস
সহকারী অপারেটর ইন্সপেকশন অ্যান্ড শেপ ২০ জন কমপক্ষে পঞ্চম শ্রেণি পাস
সহকারী অপারেটর ডিপিং ডিপার্টমেন্ট ২০ জন কমপক্ষে পঞ্চম শ্রেণি পাস
সহকারী অপারেটর কাটিং ২০ জন কমপক্ষে পঞ্চম শ্রেণি পাস
বেতন: ১১,০০০ – ১২,০০০ টাকা (আলোচনাসাপেক্ষ)
মোট পদ সংখ্যা: ৮০টি
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্তসহ আকিজ সিরামিকস লিমিটেডের ৩নং গেটের সামনে অফিসে সরাসরি উপস্থিত হতে হবে।
সময়: সোমবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
যোগাযোগ: 📞 ০১৮৬৬৬৬৬৩১০
---
প্রার্থী নির্বাচিত হলে যা যা সুবিধা পাবেন:
১. স্থায়ী চাকরির সুযোগ
২. সরকারি ছুটিসহ বার্ষিক বেতন বৃদ্ধি
৩. প্রভিডেন্ট ফান্ড ও সার্ভিস বেনিফিট
৪. বিনামূল্যে চিকিৎসা সুবিধা
৫. ওভারটাইম সুবিধা
৬. বোনাস ও অন্যান্য প্রণোদনা
---
প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে:
১. জীবনবৃত্তান্ত
২. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
৩. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
৪. জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি
---
প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি:
আকিজ সিরামিকস লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সিরামিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। মানসম্মত স্যানিটারি ও টাইলস সামগ্রী উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সুনাম অর্জন করেছে।