প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৫ , ৯:২১:৪৪ প্রিন্ট সংস্করণ
মোঃ আসিফুজ্জামান আসিফ, সাভার : সাভারে একটি তৈরি পোশাক কারখানার ছাঁটাইকৃত ও রিজাইনকৃত শ্রমিকরা তাদের বাৎসরিক ছুটি ও সার্ভিস বেনিফিটের টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও মিছিল করেছেন।
সোমবার সকালে সাভারের উলাইল এলাকায় অবস্থিত এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড ও ফ্যাশন নীট গার্মেন্টস লিমিটেড কারখানার সামনে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, দীর্ঘদিন আগে রিজাইন করার পরও কারখানা কর্তৃপক্ষ তাদের বাৎসরিক ছুটি ও সার্ভিস বেনিফিটের টাকা পরিশোধ করেনি। তারা অবিলম্বে পাওনা পরিশোধের দাবি জানান।
মানববন্ধন থেকে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত তাদের প্রাপ্য টাকা পরিশোধ না করা হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।