প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৫ , ১:০৯:৫৮ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সারা দেশের ন্যায় ময়মনসিংহেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম জাতীয় তিরোধান দিবস। নগরীর জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর সংলগ্ন বধ্যভূমি এলাকায় ময়মনসিংহ সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫ বিকেলে আয়োজন করা হয় মনোজ্ঞ বাউল গানের আসর।
অনুষ্ঠানে ময়মনসিংহ ও আশপাশের অঞ্চলের খ্যাতনামা বাউল শিল্পীরা একে একে পরিবেশন করেন লালন সাঁইয়ের দার্শনিক ভাবনা ও মানবতাবাদে ভরপুর জনপ্রিয় গান। বাউল সংগীতের ছন্দে ও দর্শনের আলোয় ভরপুর এ আসরে উপস্থিত দর্শক-শ্রোতারা বিমুগ্ধ হয়ে উপভোগ করেন লোকজ গানের সুর ও বাণী।
শিল্পীরা জানান, বাউল গান শুধু কুষ্টিয়া বা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আজ বিশ্বজুড়ে সমাদৃত একটি সংগীতধারা। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত এই ঐতিহ্যবাহী গানের ধারা মানবতার বার্তা বহন করে। তারা বলেন, “আমরা চাই লালনের দর্শন ও গান নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে পড়ুক। এই আয়োজন তারই অংশ।”
উল্লেখ্য, বাউল সম্রাট ফকির লালন সাঁই ১৮৯০ সালের ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালিত হয় লালন তিরোধান দিবস। ২০২৫ সাল থেকে দিবসটি জাতীয়ভাবে পালিত হচ্ছে, যা ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে স্বীকৃত। এর আগে দিবসটি আঞ্চলিকভাবে কুষ্টিয়াতে পালন করা হতো। সর্বশেষ ২০২৪ সালে পালিত হয়েছিল ১৩৪তম লালন তিরোধান দিবস।
দিবসটি উপলক্ষে আয়োজিত এ গানের আসরে উপস্থিত ছিলেন সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ, স্থানীয় বিশিষ্টজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বাউল গানের সুরে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল, আর লালনের মানবতাবাদী দর্শনে ভরে ওঠে সন্ধ্যার পরিমণ্ডল।