বিশ্ব

দক্ষিন বারাশতে শ্যামা পুজোর উদ্বোধনে বিখ্যাত অভিনেত্রী অনামিকা সাহা

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৫ , ২:০২:৩৯ প্রিন্ট সংস্করণ

মোমিন আলি লস্কর ও উজ্জ্বলবন্দ্যোপাধ্যায়, জয়নগর: বাঙালির আরেক উৎসব কালীপূজো।আর রবিবার রাতে জয়নগর থানার দক্ষিন বারাশত গ্রাম পঞ্চায়েতের দক্ষিন কালিকাপুর যুব গোষ্ঠীর শ্যামা মায়ের পুজোর উদ্বোধন করলেন বিশিষ্ট চলচ্চিত্র জগতের অভিনেত্রী অনামিকা সাহা।এছাড়া উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস,জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস,জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য শিপ্রা সাহা,দক্ষিন বারাশত গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেবা জয়ন্তী হালদার, জয়নগরের বিখ্যাত প্রসিদ্ব মিস্টান্ন ব্যবসায়ী খোকন দাস সহ আরো অনেকে।এদিন ফিতে কেটে এই পুজোর উদ্বোধন করে চলচ্চিত্র জগতের অভিনেত্রী অনামিকা সাহা বলেন,এই পুজোতে আসতে পেরে আমি খুশি।

 

এদের পুজো আরও বড় হোক।এদিন অভিনেত্রী তার ছবির বিখ্যাত কয়েকটি ডায়লগ বলেন।এদিন বিধায়ক বিশ্বনাথ দাস কালী পুজোর শুভেচ্ছা বিনিময় করেন।এদিন বিধায়ক দক্ষিন বারাশত অটো স্ট্যান্ডে ইয়ং ব্লাড ক্লাবের শ্যামাপুজোর উদ্বোধন করেন।এদিন এই পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, পঞ্চায়েত প্রধান সাহেবা জয়ন্তী হালদার, পুজো উদ্যোক্তা সমাজসেবী তুহীন বিশ্বাস সহ আরো অনেকে।

Author

আরও খবর

Sponsered content

আরও খবর: অন্যদেশ

দক্ষিন বারাশতে শ্যামা পুজোর উদ্বোধনে বিখ্যাত অভিনেত্রী অনামিকা সাহা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জমিয়ত উলামা হিন্দ সাধারণ সম্পাদক মুফতি আমিন উদ্দিন সরদার উপস্থিতে জামিয়া হাউয়া লিল-বানাত ও মিশনের দোওয়ার মজলিস 

আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা নিষিদ্ধের সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ দূতাবাসের

মথুরাপুর বিধানসভার শিবম কমপ্লেক্স AIMIM পার্টির যোগদানের মেলা অনুষ্ঠিত হল

জয়নগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আম,সবেদা ও পাতি লেবুর গাছের চারা তুলে দেওয়া হলো

আন্তর্জাতিক মিলাদুন নবী (সা.) ১৫০০ বছর পূর্তি ও ইমাম আহমদ রেজা খান (রহ.) কনফারেন্স কায়রোতে অনুষ্ঠিত