সারাদেশ

মিথ্যা মামলার অভিযোগে উত্তাল গোবিন্দগঞ্জ, ব্যবসায়ীর জহির এর পক্ষে মানববন্ধন

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৫ , ১২:৪৫:৪৪ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার, সাজ্জাদ মাহমুদ মনিরঃ গোবিন্দগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স কুমকুম ফ্যাশনের স্বত্বাধিকারী মো. জহির হোসেনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির করা মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যবসায়ী, গ্রামবাসী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন—
গোবিন্দগঞ্জ সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ইউপি সদস্য সিরাজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য লাল মিয়া, ব্যবসায়ী আব্দুর রউফ, হাজী রউফ মিয়া, মো. জহির উদ্দিন ও জাবেদ মিয়া প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ঈদগাহ ও কবরস্থানের জন্য সরকারি খাস জমির আবেদন করায় একটি প্রভাবশালী মহল প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যবসায়ী জহির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করেছে। তারা বলেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যা শুরু থেকেই এলাকাবাসী প্রতিবাদ করে আসছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, গোবিন্দগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতি চলে আসছে। ক্ষুদ্র ব্যবসায়ী পরিচয়ে একটি চক্র ইউএনওকে ব্যবহার করে বিভিন্ন এলাকায় উচ্ছেদের নামে ভূমি দখলের চেষ্টা করছে।

তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং ভূমিকপোদের বিরুদ্ধে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Author

আরও খবর

Sponsered content