প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৫ , ১:৪৫:১৯ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড় প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান: পঞ্চগড় সদর উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।
সভায় জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সদর উপজেলার গ্রাম আদালতে মোট ১৮৪টি মামলা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১৫৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।সভায় উপজেলার ১০টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান। এছাড়া প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, সাংবাদিক মো. বদরুদ্দোজা প্রধান, আরিফুল ইসলামসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।