সারাদেশ

“পুলিশ সেজে কিশোরগঞ্জের সাংবাদিককে হত্যার হুমকি, গফরগাঁওয়ের যুবক অভিযুক্ত”

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৫ , ১:৫৪:০৬ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: পুলিশের পরিচয়ে কিশোরগঞ্জের এক সাংবাদিককে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২২ অক্টোবর ২০২৫) দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক খায়রুল ইসলাম। তিনি মাসিক কালের নতুন সংবাদ পত্রিকার সম্পাদক ও দৈনিক নওরোজ এর কিশোরগঞ্জ প্রতিনিধি।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে গফরগাঁও উপজেলার লংগাইর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে জুয়েল ওরফে রুবেল নামের এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ওই সাংবাদিককে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেন।

জানা গেছে, সম্প্রতি কিশোরগঞ্জের নিকলী থানার কনস্টেবল বিল্লালের বিরুদ্ধে এক তরুণী একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে গত ২৭ আগস্ট কিশোরগঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ঘটনার পর সাংবাদিক খায়রুল ইসলাম সংবাদ প্রকাশের উদ্দেশ্যে অভিযুক্ত বিল্লালের বক্তব্য নেন। এতে ক্ষিপ্ত হয়ে বিল্লালের সহযোগী জুয়েল ওরফে রুবেল পুলিশের পরিচয় দিয়ে ফোনে সাংবাদিককে হুমকি দেন এবং বিভিন্ন থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকিও দেন।

এদিকে গত সোমবার (২০ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, কিশোরগঞ্জ আদালতে ওই ধর্ষণ অভিযোগে মামলা দায়ের হয়েছে (মামলা নং: ১৫৯/২০২৫)। আদালত মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এড. সফিউজ্জামান সফি।

বিষয়টি নিয়ে কিশোরগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে অভিযোগের বিষয়ে জানতে হুমকিদাতা জুয়েল ওরফে রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নাম প্রকাশ না করে উল্টো সাংবাদিকের বিরুদ্ধেই অভিযোগ তোলেন।

Author

আরও খবর

Sponsered content