প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৫ , ১:৩৯:৪৩ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে এস এইচ টি সি ফাউন্ডেশনের উদ্যোগে ৮ম ধাপে নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। এস.এইচ.টি.সি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা কেথুড়ী বিএফ ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সুলতান আহমেদের আথাকরা গ্রামের নিজ বাড়ীতে দুস্থ্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ সংবাদদাতা মোঃ ফারুক হোসেন।বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভলেন্টিয়ার মেহেদী হাসান মুরাদ ও ওসমান গনিসহ স্থানীয় এলাকাবাসী।
এসএসটিসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনজুরুল আহসান (যুক্তরাজ্য প্রবাসী) এবং বর্তমান সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম খসরু (আমেরিকা প্রবাসী ) ও সাধারণ সম্পাদক রেদোয়ান হোসেন ফয়সাল (আমেরিকা প্রবাসী) এক যৌথ বিবৃতিতে বলেন ইনশাআল্লাহ্ নারীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রতি তিন মাস পর পর আমরা সেলাই মেশিন বিতরণের এই প্রকল্প অব্যাহত রাখবো। ৮ম ধাপে ৬ টি সেলাই মেশিনসহ এই পর্যন্ত ২৫ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
করোনাকালীন সময় থেকেই এস.এইচ.টি.সি ফাউন্ডেশন এলাকায় শীতবস্ত্র বিতরণ, রমজানে ইফতার ও সেমাই চিনি বিতরণ, কোরবানির মাংস বিতরণ, বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির এবং শিক্ষার মান উন্নয়নে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, বয়স্কদের কোরআন শিক্ষাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এস.এইচ.টি.সি ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রকৌশলী মিজানুর রহমান এস.এইচ.টি.সি ফাউন্ডেশন এর সকল ডোনার, ভলেন্টিয়ার এবং উপদেষ্টা মন্ডলীসহ সংশ্লিষ্ট সকলের সাবির্ক সুস্থ্যতা ও দোয়া কামনা করেন।