প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৫ , ২:১৫:৪০ প্রিন্ট সংস্করণ
হাসান মাহমুদ, সাভার : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, আশুলিয়া থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক চমকপ্রদ আন্তঃইউনিয়ন ফুটবল ম্যাচ। আগামী২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার সকাল ৭টায় নয়াপাড়া ডিপ পাড় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এই আয়োজনে মুখোমুখি হবে ❝ধামসোনা ইউনিয়ন বনাম ইয়ারপুর ইউনিয়ন❞ দুই ইউনিয়নের তরুণ ফুটবলাররা অংশ নিচ্ছে বন্ধুত্বপূর্ণ এই প্রতিযোগিতায়। খেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে —” মাদককে না বলুন, খেলাকে হ্যাঁ বলুন, যা তরুণ সমাজকে ক্রীড়ার মাধ্যমে ইতিবাচক পথে উদ্বুদ্ধ করার আহ্বান বহন করছে।
আয়োজক সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দীর্ঘদিন ধরেই সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি তরুণদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করছে।
ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তৌহিদ এই আয়োজনের প্রশংসা জানিয়ে তার ফেইজবুক পোস্টে বলেন :বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,ঢাকা জেলা উত্তর এর আওতাধীন আশুলিয়া থানা আশুলিয়া থানার নেতৃবৃন্দ রা বরাবরই সুপার একটিভ,, তাদের কার্যক্রমে আমি মুগ্ধ,,,এগিয়ে যাক আশুলিয়া থানা ছাত্র অধিকার পরিষদ। আশুলিয়া থানার অন্তর্ভুক্ত সকল সহযোদ্ধাদের প্রতি রইল শুভেচ্ছা।”
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সমাজকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আয়োজক কমিটি প্রত্যাশা করছে, স্থানীয় দর্শক ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠ উৎসবে পরিণত হবে।