প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৫ , ৫:৪৮:২৭ প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধিঃ আল আমিন খানঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পুরাতন বাসস্ট্যান্ড স্কুল মাঠে মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক প্রাণবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি ঘিরে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণ এতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক ও গাজীপুর-৩ (শ্রীপুর সদর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান মোল্লাহ্। তিনি তার বক্তব্যে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, তরুণ সমাজের ভূমিকা এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা নিয়ে বিশদভাবে আলোচনা করেন।
বক্তব্যে আতাউর রহমান মোল্লাহ্ বলেন,
“দেশনেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি জাতি গঠনের রূপরেখা। আমরা এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক, উন্নত ও সুশাসিত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।”
তিনি আরও বলেন,“শ্রীপুরের জনগণ সবসময় পরিবর্তনের পক্ষে, ন্যায়ের পক্ষে। আমি যদি দলের মনোনয়ন ও জনগণের ভালোবাসা পাই, তাহলে এই এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান খাতে দৃশ্যমান উন্নয়ন আনব। যুব সমাজের জন্য তৈরি করব আত্মনির্ভরতার সুযোগ।”বৈঠকে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সোহেল ফকির ও নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বরমী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাকিল আহমেদ কাজল, গাজীপুর জেলা শ্রমিক দলের কার্যকরী সদস্য সাইদ হোসেন খোকা, শ্রীপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আসাদুজ্জামান নূর মাসুম, এবং বরমী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা দূর করতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। তারা অভিযোগ করেন, দেশে গণতন্ত্রের যে সংকট চলছে, তা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয় নিশ্চিত করা।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের আন্দোলন ও পরিবর্তনের প্রতীক। তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।উঠান বৈঠক চলাকালীন স্থানীয় জনগণের অংশগ্রহণে মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নারী-পুরুষ, তরুণ-প্রবীণ সবাই আগ্রহভরে নেতাদের বক্তব্য শোনেন এবং উন্নয়ন ও পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠক শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় নেতাকর্মীরা দৈনিক মুক্তকথন নিউজ কে জানান, শ্রীপুরের বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে এমন উঠান বৈঠক আয়োজন করা হবে, যাতে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি পায় এবং বিএনপির কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে যায়। তারা বলেন, এই ধরনের গণসংযোগমূলক আয়োজন তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করছে এবং দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে তুলছে।
বৈঠকের সমাপ্তি ঘোষণা করার সময় আতাউর রহমান মোল্লাহ্ বলেন,“শ্রীপুরবাসীর ভালোবাসাই আমার শক্তি। আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণ ধানের শীষের পক্ষে স্লোগান দিতে দিতে মাঠ ত্যাগ করেন।