প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৫ , ১:৫৪:২২ প্রিন্ট সংস্করণ
সাধীন আলম হোসেন,নাটোর প্রতিনিধিঃ নাটোরে লালপুরে রাতের আঁধারে এক কৃষকের কলা বাগানের ও লাউ গাছের গোড়া সমস্ত কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৯ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানান।

বুধবার দিবাগত রাতে যে কোনো সময় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে কাজিপাড়া এলাকার ওই কলা বাগানে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ওই কৃষকের নাম মো. মাসুদ রানা তিনি একই গ্রামের মো. সুব্বাস আলী ছেলে৷
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১৮০০ টি কলাগাছের কর্তনকৃত কাঁদিগুলো মাটিতে পড়ে আছে। এবং পাশে আরেক জমিতে লাউ গাছের গোড়া কাটা ও লাউ মাটিতে পড়ে আছে। যেগুলো আর কিছুদিন পরে বিক্রির উপযুক্ত হতো।
এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষেতে কাজ করে একজন শ্রমিক নুরু জানান, আমি দীর্ঘদিন থেকে মাসুদ রানার কলা বাগানের দেখাশুনা ও পরিচর্যার কাজ করছেন। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখি সমস্ত কলা গাছের কাঁদিগুলো কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। শুধু কলাই নয় সেখানে পাশে লাউ গাছ ছিল সেগুলোও দুর্বৃত্তরা কেটে নষ্ট করেছে।
স্থানীয়রা জানান, মাসুদ রানা দীর্ঘদিন কলা ও বিভিন্ন সবজির চাষ করে আসছে। তার সঙ্গে কারও শত্রুতার কথা তারা শোনেননি। তবে ঘটনা দেখে মনে হচ্ছে এটা শত্রুতামূলক করা হয়েছে। যারা তার এই ক্ষতি করেছেন তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান।
তারা আরও বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে গাছের সঙ্গে শত্রুতা। যারা এই অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
















