লালমাই (কুমিল্লা) প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে লালমাই উপজেলার ৯টি ইউনিয়নের ৪৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা।
এসময় ৮০ জন কৃষকের মাঝে আগাম শীতকালীন শাকসবজির (বেগুন, লালশাক, পালংশাক, লাউ, মটরশুঁটি, বাটিশাক ও মূলা) ৯ প্যাকেট করে বীজ বিতরণ করা হয়।
রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম ও মসুর আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১১০ জন কৃষককে লাউ ২০০ গ্রাম, বেগুন ৪০ গ্রাম, মিষ্টি কুমড়া ৬০ গ্রাম, শশা ৪০ গ্রাম বীজসহ ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
এছাড়া, ২৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ১০ জনের মাঝে ৫ কেজি করে মসুর বীজ ও সার, এবং আরও ১০ জনের মাঝে ১ কেজি করে সূর্যমুখী বীজ ও সার বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহিন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান হাবিব এবং বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ — মোঃ আহসান হাবিব, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, জিয়াউল করিম, জহিরুল কাইয়ুম, নূরজাহান আক্তার, তাহমিনা আকতার, ইসহাক খন্দকার প্রমুখ।
লালমাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আজহারুল ইসলাম রকিব, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।