সাহিত্যে

নয়নের চিরকলঙ্কহীনা – তায়েফ এর কবিতা

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৫ , ৩:২২:২১ প্রিন্ট সংস্করণ

লেখক তায়েফ এর ছবি

নয়নের চিরকলঙ্কহীনা

লেখক তায়েফ

 

আমার নয়নে চাঁদে ও আছে কলঙ্ক,
কিন্তু হাজার খোজায় পরে তোমার পাই না কলঙ্ক।

অধম আমি যদি পেতাম সুজুক,
কৃষ্ণপক্ষ রাতে নিখুঁত পার্থক্য করিতে।
আমার নয়নের কলঙ্কহীনা সাথে ,
সেই কলঙ্কযুক্ত চন্দ্রর।

নিয়ন আলোর নগর ছেরে ,
হারাতে পারতাম অধারে তোমায় নিয়ে।

হয়তোবা তুমি কলঙ্কিনী সবার নয়নে,
আমার নয়নে রবে তুমি চিরকলঙ্কহীনা।

Author