কুমিল্লা প্রতিনিধ : কুমিল্লার মুন হাসপাতালে আলট্রাসনোগ্রাফি করানোর নামে রোগীদের জিম্মি করে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখার অভিযোগ উঠেছে।
জানা যায়, হাসপাতালটিতে আলট্রাসনোগ্রাফির জন্য সকাল থেকে রিসিট কেটে দূরদূরান্ত থেকে আসা রোগীদের ৪০ থেকে ৫০ নাম্বার পর্যন্ত সিরিয়াল দেওয়া হয়। কিন্তু এরপরও রোগীদের রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত অপেক্ষা করতে হয় বলে অভিযোগ করেছেন অনেকে।
এমন অব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হাসপাতালের আলট্রাসনো বিশেষজ্ঞ ডা. আবু সুফিয়ান ও তার সহকারী। রোগীদের অভিযোগ, তিনি মুন হাসপাতালকে ঢাকার ল্যাবএইড হাসপাতালের মতো ‘রাতজাগা আলট্রাসনো সেন্টার’-এ পরিণত করেছেন।
ভুক্তভোগীরা বলেন, “সারাদিন অপেক্ষা করে রাত পর্যন্ত বসে থাকতে হয়। কখন ডাকবে, সেই নিশ্চয়তা নেই। চিকিৎসার নামে যেন এক প্রকার জিম্মি অবস্থা তৈরি হয়েছে।”
এই বিষয়ে ডা. আবু সুফিয়ান জানান, “আমরা চেষ্টা করছি সবাইকে সেবা দিতে। রোগী বেশি হওয়ায় সময় লাগছে, তবে কেউ যেন কষ্ট না পায় সে বিষয়ে আমরা সচেতন।”
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, বেসরকারি হাসপাতালে এমন অনিয়ম ও রোগী ভোগান্তি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জরুরি।