অভিযান

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের বিরুদ্ধে র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান, ১৪ জন আটক

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৫ , ৩:০৪:২২ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা প্রতিনিধি:-কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে মোট ১৪ জন দালালকে আটক করা হয়েছে।

 

র‍্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর একটি বিশেষ দল ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।

 

প্রাথমিকভাবে জানা গেছে, এসব দালাল দীর্ঘদিন ধরে হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল এবং বেসরকারি ক্লিনিকে রোগী পাঠিয়ে কমিশন নিতো।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “জনগণের স্বাস্থ্যসেবায় অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

 

র‍্যাব সূত্র জানায়, সাধারণ রোগীদের হয়রানি বন্ধ ও হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ এখন প্রশাসনের নজরদারিতে।

Author

আরও খবর

Sponsered content